ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অজ্ঞাত এক  বৃদ্ধের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে অজ্ঞাত এক  বৃদ্ধের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ পৌর এলাকার মতিন সাহেবের ঘাট থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই মোমিনুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শুক্রবার দুপুরের দিকে ওই বৃদ্ধ যমুনা নদীর তীরে উল্লেখিত স্থানে একটি দোকানে রুটি খাচ্ছিলেন। এ সময় মাটিতে ঢলে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সংবাদের পর পুলিশ বিকেলে ঘটনাস্থলে যান এবং তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এখনও তার পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত